বনে বন জাগে

  • রাগ : Voirobi
  • তাল : Shetarkhani

বনে বন জাগে

বনে বন জাগে কি আকুল হরষণ।
ফুল-দেবতা এলো দিতে ফুল-পরশন॥
হরিৎতর আজি পল্লব বন-বাস
মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস,
বেপথু লতা যাচে মধুপের দরশন॥
কিশোর-হিয়া-মাঝে যৌবন-বারতা,
বধূর সাথে খোঁজে বঁধু বন-নিরজন॥