বরণ করে নিওনো গো

  • রাগ : Misro gandhari
  • তাল : Trital

বরণ করে নিওনো গো

বরণ করে নিওনো গো নিও হরণ ক’রে।
ভীরু আমায় জয় কর গো তোমার মনের জোরে॥
পরান ব্যাকুল তোমার তরে
চরণ শুধু বারণ করে,
লুকিয়ে থাকি তোমার আশায় রঙিন বসন প’রে॥
লজ্জা আমার ন নদিনী জটিলারই প্রায়,
যখনই যাই, শ্যামের কাছে দাঁড়ায়ে আছে ঠায়।
চাইতে নারি চোখে চোখে
দেখে পাছে কোন লোকে,
নয়নকে তাই শাসন (বারণ) করি অশ্রুজলে ভ’রে॥