গীতি-আলেখ্য : ‘আকাশবাণী’,
বাঁশি তার কোথায় বাজে।
বাজে মোর দহন-জ্বালায়, বাজে মোর ব্যথার মাঝে॥
বাজে মোর মিলন-তৃষায়, না পাওয়াতে
বাজে তার আসার আশায়, পথ চাওয়াতে,
বাজে মোর রাতের ঘুমে, বাজে মোর দিনের কাজে॥
বাজে মোর অন্তরে গো বাজে মোর বাহির-দ্বারে,
বাজের মোর ব্রজের১ পথে, মথুরায়২ কারাগারে।
সুরে যার গভীর প্রেমের পরশ লভি’
আঁকি গো কল্পনাতে যাহার ছবি,
সে কখন আঁখির আগে আস্বে চির-কিশোর সাজে॥