চল সখি জল নিতে চল

  • রাগ : Puria
  • তাল : Trital

চল সখি জল নিতে চল

চল সখি জল নিতে চল ত্বরিতে।
শ্রান্ত দিনের রবি ডোবে সরিতে॥
ঘিরিছে আঁধার
তটিনী-কিনার,
গোধূলির ছায়া পড়ে বন-হরিতে॥
ধেনু ডাকা বেণু বাজে বংশী-বটে,
পাখি ওড়ে, আঁকা যেন আকাশ-পটে।
বধূ ঘাটে যায়,
বঁধু পথে যায়,
চিনি চিনি বাজে চুড়ি গাগরিতে॥