মোরে ভালোবাসায় ভুলিয়ো না
পাওয়ার আশায় ভুলিয়ো
মোরে আদর দিয়ে দুলিয়ো না
আঘাত দিয়ে দুলিয়ো॥
হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি কঠিন সুরে বেঁধে আমায়
সুরের লহর তুলিয়ো॥
প্রভু শান্তি চাহে জুড়াতে সব
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
পথে পথে ঝুরিতে;
বঁধু পথে পথে ঝুরিতে।
নগ্ন দিনের আলোকেতে
চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি ঘুমের মাঝে স্বপনেতে
হৃদয়-দুয়ার খুলিয়ো॥