মরণ ডাকে আয় রে চলে

মরণ ডাকে আয় রে চলে

নাটক : ‘কাফ্ন চোরা’
মরণ ডাকে – ‘আয় রে চ’লে!’ জীবন বলে – ‘যাই গো যাই।’
জীবনে হায় পায়নি ব’লে (আমার) মরণে তাই চাই গো চাই॥
জীবন শুধু কাঁটায় ভরা
তাই বুঝি সে দেয়নি ধরা,
ফুল-বিছানো কবরে তার মধুর পরশ পাই গো পাই।
মরণ-বঁধুর ডাক শুনে আর জীবনে সাধ নাই গো নাই॥