মুকুর ল’য়ে কে গো বসি’। হেরিছে আপন ম্লান-মুখ-শশী॥ সখিরা ডাকে বেলা ব’য়ে যায় দোপাটির ফুল ঝুরে আঙিনায়’ ধূলাতে লুটায় কাঁখের কলসী॥ হেরিয়া তারি অলস ছবি, ডুবিতে নারে সাঁঝের রবি। কমল-কলি ল’য়ে আঁচলে ডাকিছে তারে গাঁয়ের সরসী॥