মুখের কথায় নাই জানালে, জানিও গানের ভাষায়।
এসেছিলে মোর কাছে হে পথিক, কিসের আশায়॥
তোমার মনের কামনারে
রাখলে আড়ালে অন্ধকারে,
আপনি তুমি করলে হেলা আপন ভালোবাসায়॥
সাধ ছিল যে হাত দিয়ে গো পরিয়ে দেবে হার,
দ্বিধা ভরে সেই হাতে হায় করলে নমস্কার।
নিশুত রাতে ব’লো সুরে
কেন থাক দূরে দূরে,
কেন এমন গোপন কর বুক-ভরা পিপাসায়॥