মোর যাবার বেলায় বল

মোর যাবার বেলায় বল

মোর যাবার বেলায় বল বল তুমি চিনিতে পেরেছ মোরে।
গানের সুরের আড়ালে খুঁজিতে যে প্রেম-সুন্দরে॥
যাহার বিরহ যাহার আদর চেয়ে
বীণা-সম তব তনু সুরে সুরে যেত ছেয়ে,
সে তার নামখানি তোমার চরণে লিখে গেল আঁখি লোরে॥
ফিরায়ে দিলাম তোমারে তোমার ঘরে,
আমি চ’লে যাই আমার নীলাম্বরে।
বল বল, মনে আর নাই কোন ভয়
যত কলঙ্ক হল চন্দনময়,
নন্দনবন-পারিজাত-প্রেম পাইয়াছি অন্তরে॥