মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।
হে রূপকুমার! ঘুমিয়েছিলাম, সেদিন জাগিনি॥
যেন আধোঘুমের ঘোরে
দেখেছিলাম চুরি ক’রে,
চাইতে গিয়ে চোখের জলে চাইতে পারিনি॥
তন্দ্রা আমার টুট্ল তবু শরম ভরে,
(হে) চির-চাওয়া! পানিনি’ক ডাকতে আদরে।
চেয়ে চেয়ে আমার পানে
চ’লে গেলে অভিমানে,
(তোমার) পথের-ধূলি হইনি কেন হতভাগিনী॥