নাটিকা : ‘প্রীতি-উপহার’
উভয় : মোরা ছিলাম একা আজি মিলিনু দুজন।
পাপিয়ার পিয়া বোল্ কপোত-কূজন॥
বর : তুমি সবুজের স্রোত এলে ঊষর দেশে
বধূ : তুমি বিধাতার-বর এলে বরের বেশে,
বর : তুমি গৃহে কল্যাণ
বধূ : তুমি প্রভু মম ধ্যান,
উভয় : সুন্দরতর হ’ল সুন্দর ত্রিভুজন॥