মোরা ফুটিয়াছি বঁধু হের

মোরা ফুটিয়াছি বঁধু হের

নাটক : ‘আলেয়া’
কিশোরীরা : মোরা ফুটিয়াছি বঁধু হের তোমারি আশায়।
১ম কিশোরী : আমি অনুরাগ-রাঙা, আমি গোলাব-শাখায়॥
২য় কিশোরী : বন-কুন্তলে গরবী, আমি কানন-করবী।
৩য় কিশোরী : আমি সরসী-কমলা, আমি ষোড়শী কমলা
৪র্থ কিশোরী : আমি চম্পক খোঁপায়॥
নিভিল আলেয়া-আলো পথ চলিতে,
প্রজাপতিদ্বয় : তোমরা আসিলে কি গো মন ছলিতে।
কিশোরীরা : মোরা অনির্বাণ-শিখা দীপ্তিমতী,
আমরা কুসুম-রাঙা আমরা জ্যোতি।
প্রজাপতিদ্বয় : আমরা চাহি নাকো প্রেম, চাহি মোহিনী মায়ায়॥