মদিনাতে এসেছে সই নবীন সওদাগর।
সে হীরা জহরতের চেয়ে অধিক মনোহর॥
সই দেখতে তারে লাখো হাজার লোক ছুটেছে পথে
সে কোহিনূর মানিক এনেছে কোহ-ই-তূর হ’তে,
সে কোরান-জাহাজ বোঝাই ক’রে এনেছে সোনার মোহর॥
একবার যে কল্মা প’ড়ে আল্লা বলে এসে
তারে বিনি-মূলে সল্মা চুনি বিলিয়ে দেয় সে হেসে,
দুলিয়ে সে দেয় নামাজ রোজার হীরের তাবিজ বুকের পর॥
সে বেহেশ্তের কুঞ্জি ল’য়ে ডাকে অহরহ
বলে ঈমান এনে বেহেশ্ত যাবার সোনার চাবি লহ,
আমি প্রাণ দিয়েছি নজ্রানা, সই, দেখে’ তারে এক নজর॥