রাখিসনে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়।
আরফাত্-ময়দান হতে তারি তক্বির শোনা যায॥
কেটেছে পায়ের বেড়ি, পেয়েছি আজাদী ফরমান,
কাটিল জিন্দেগী বৃথাই দুনিয়ার জিন্দান-খানায়॥
ফুটিল নবীর মুখে যেখানে খোদার বাণী
উঠিল প্রথম তক্বীর ‘আল্লাহ আকবর’ ধ্বনি,
যে দেশে পাহাড়ে মুসা দেখিল খোদার জ্যোতি –
রব না দারুল হরবে যেতে দে যেতে দে সেথায়॥
যে দেশে ধূলিতে আছে হজরতের চরণ-ধূলি
সে ধূলি করিব সুরমা চুমির নয়নে তুলি’,
যে দেশের মাটিতে আছে নবীজীর মাজার শরিফ –
নবীজীর দেহের পুষ্প ভাসে রে যে দেশের হাওয়ায়॥