রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া।
শুনি’ শিহরে কদম, বিদরে কেয়া॥
ঝিলে শাপ্লা কমল
ওই মেলিল দল,
মেঘ-অন্ধ গগন, বন্ধ খেয়া॥
বারি-ধারে কাঁদে চারিধার
গরে ঘরে রুদ্ধ দুয়ার,
তেপান্তরে নাচে একা আলেয়া॥
কাঁদে চখাচখি, কাঁদে বনে কেকা
দীপ নিভায়ে কাঁদি আমি একা,
আজ মনে পড়ে সেই মন দেয়া-নেয়া॥