রেশমি রুমালে কবরী বাঁধি’ –
নাচিছে আরবি নটিনী বাঁদি॥
বেদুঈনী সুরে বাঁশি বাজে
রহিয়া রহিয়া তাঁবু মাঝে,
সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী॥
যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী
গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি॥
চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়,
দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্,
ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁখি॥