হয়ত আমার বৃথা আশা

  • তাল : Dadra

হয়ত আমার বৃথা আশা

হয়ত আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না।
আশা- তরী ডুব্‌বে কূলে দুখের স্রোতে ভাসবে না॥
হয়তো তুমি এম্‌নি ক’রে
পথ চাওয়াবে জনম ভ’রে
রইবে দূরে চিরতরে সাম্‌নে এসে হাস্‌বে না॥
কামনা মোর রইলো মনে রূপ ধ’রে তা উঠ্‌লো না;
বারে বারে ঝর্‌লো মুকুল ফুল হয়ে তা ফুট্‌লো না।
অবুঝ এ প্রাণ তবু কেন
তোমার ধ্যানেই বিভোর হেন
তুমি চির-চপল নিঠুর – জানি, ভালোবাস্‌বে না॥