সর্ব প্রথমে বন্দনা গাই তোমারই ওগো বারিতালা। তারপরে দরুদ পড়ি মোহাম্মদ সাল্লে আলা॥ সকল পীর আর দেবতা-কুলে সকল গুরুর চরণ-মূলে, জানাই সালাম হস্ত তুলে দোওয়া কর তোমরা সবে, হয় যেন গো মুখ উজালা। সর্ব প্রথমে বন্দনা গাই তোমারই ওগো খোদাতা’লা॥