প্রিয়া স্বপনে এসো নিরজনে

প্রিয়া স্বপনে এসো নিরজনে

(প্রিয়া) স্বপনে এসো নিরজনে।
(প্রিয়া) আধো রাতে চাঁদের সনে॥
রহিব যখন মগন ঘুমে
যেয়ো নীরবে নয়ন চুমে’,
মধুকর আসে যখন গোপনে মল্লিকা চামেলি বনে॥
বাতায়নে চাঁপার ডালে
এসো কুসুম হয়ে নিশীথ কালে,
ভীরু কপোতী সম এসো হৃদয়ে মম বাহুর মালা হয়ে বাসর শয়নে॥