ব্রজশ্যাম হে আর জনমে হয়ো রাধা

ব্রজশ্যাম হে আর জনমে হয়ো রাধা

লেটো গান : ‘এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?’
ব্রজশ্যাম হে, আর জনমে হয়ো রাধা।
আমার পরান, তোমার পরান
এক সুরে আছে বাঁধা॥
তখন বুঝিবে মনে মনে,
কি ব্যথা রমণীর মনে,
তোমার বিরহে কাতর কত রাধা॥
আমি ব্রজ শ্যাম হব।
বাঁশরিতে সুর দিব,
তুমি সুর শুনে হারাইবে দিশা॥
গাগরি লইয়া কাঁখে
ডাকিবে ললিতাকে,
সাথে যাবে বড়ায়ি বিশাখা॥
না পেয়ে আপন জনে,
খুঁজিবে বনে বনে,
বনফুলে গেঁথো মালা॥
মোর মত হবে দশা,
সদা শ্যাম শ্যাম নেশা,
ভ্রমর কূজনে মনে ব্যথা॥