বাজায়ে জল চুড়ি কিঙ্কিণী

  • রাগ : Arana
  • তাল : Jot

বাজায়ে জল চুড়ি কিঙ্কিণী

বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী,
কে চল জল-পথে উদাসিনী॥
পথিকে ডেকে বল ‘ছল্‌ গো ছলছল’
ছুঁতে উছলে জল গরবিণী॥
তোমার কোল মাগি’ কলের হতভাগী
রহে ও কূলে জাগি’ নিশীথিনী॥
বুকেতে বহে তরী, চাহ না জল-পরী,
চল সাগরে স্মরি’ পূজারিণী॥