তুমি কাঁদাইতে ভালোবাস আমি তাই নিশিদিন কাঁদি। (শ্যাম)
তুমি নিত্য নূতন বেদনার ডোরে রেখেছ আমারে বাঁধি। (বঁধু)
বঁধু তোমারি করে’ রেখেছ আমারে বাঁধি’ যদি সংসার-কাজে ভুলে যাই
তব নাম নিতে যদি ভুলে যাই
তুমি আঘাতের চলে পরশ দিয়া জানাও তুমি ভোল নাই’
জানাও তুমি ভোল নাই।
তুমি যে রাধার আরাধনা, নাথ তুমি যে আমার সাধনা,
মিলন তোমার মধুর হে প্রিয় অধিক মধুর বেদনা॥