তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী কহ। জাগিবে না তুমি? তুমি কি আমার অন্তর্যামী নহ? তুমি কি আমার পরানের ব্যথা? বুঝিবে না তুমি কহিবে না কথা? কথা কও বঁধু সহিতে পারি না অসীম এই বিরহ॥