তুমি দিলে দুঃখ অভাব তুমিই কর ত্রাণ
দনের বন্ধু, মঙ্গলময় শরণাত প্রাণ॥
যখন পরম নির্ভরতায়,
শরণ যাচি তোমারি পায়
তুমি, আপন হাতে বিনাশ কর সকল অকল্যাণ॥
আমি অহঙ্কারে রাখতে যাহা চাই হে আমার ব’লে
হরণ ক’রে লও তুমি তা’ ভাসিয়ে চোখের জলে।
তাই তো আমার সংসার ভার,
প্রভু তোমায় দিলাম এবার
আমার ব’লে-রইল শুধু তোমার নাম-গান॥