তুমি যতই দহ না দুখের অনলে আছে এর শেষ আছে।
আগুনে পুড়িব নির্মল হব যার চরণের কাছে॥
দহনের শেষে বরষা আসিবে
করুণা ধারায় হৃদয় ভাসিবে,
এ-দিন রবে না, কুসুম ফুটিবে আবার শুষ্ক গাছে॥
তব ললাটের আগুন যখন পেয়েছি হে সুন্দর!
পাইব করুণা-জাহ্নরী-ধারা শীতল চাঁদের কর।
(ওগো) মঙ্গলময়, আঘাতের চলে
স্মরণ করায়ে দাও পলে পলে
এতদিন পরে আবার আমারে তব মনে পড়িয়াছে॥