তোমার আঘাত শুধু দেখলো ওরা দেখলা নাকো তোমাকে
দেখলো না হে করুণাময় তোমার অশেষ ক্ষমাকে॥
ওরা একটু কিছু যদি হারায়
কৃপণসম কেঁদে ভাসায়
খরচ শুধু দেখলো ওরা দেখলো নাকো জমাকে॥
মায়ের মারকে ভয় করে না মাকে ভালোবাসে যে,
সেই সে মায়ের স্বরূপ চেনে শাসন দেখে হাসে সে,
দুঃখ দেওয়ার দারুণ দুখে
কী যে ব্যথা তোমার বুকে,
ওরা দেখলো না তা দেখলো না,
ওরা দেখলো না ভৈরবের পাশে সুমঙ্গলা উমাকে॥