তোমার নামের মহিমা

তোমার নামের মহিমা

তোমার নামের মহিমা শ্রীহরি নাহি হয় যেন ম্লান।
তব নাম গেয়ে বেড়াই জগতে, সে নামের সম্মান
হরি নাহি হয় যেন ম্লান॥
তব নাম লয়ে করিব যে কাজ
হরি, তাহে যেন নাহি পাই লাজ
তোমার নামের দুদ বেচে যেন মদ নাহি করি পান॥
আমারে নরকে পাঠায়ো শ্রীহরি যদি অপরাধ করি,
তব নাম শু’নে ও নামের গুণে পাপী যায় যেন তরি’।
(যেন) মোর কর্মের দোষে, মাধব!
(কারও) অবিশ্বাস না আসে নামে তব
হরি মোরে মুচি ক’রো, শুচি হোক সবে শুনে তব নাম গান॥