তোমার মদন মোহন রূপেরই দোষ সুন্দর শ্যাম চাঁদ
মুিনর যদি মন টলে নাথ তাদের নয় সে অপরাধ॥
তোমার রূপমাধুরী দেখি যত
রূপের তৃষ্ণা বাড়ে তত
হায় দু’দিনের জীবন দিয়ে সাধলো বিধি বাদ
কোটি জনম ও রূপ দেখে মিটবে না সে সাধ॥
হে অপরূপ চির মধুর
কি দোষ দেব কুলবধুর
যে দেখেছে ভুবন-মোহন তোমার রূপের ফাঁদ
সাধ করে সে ভুলেছে নাথ কুল মানের বাঁধ॥