তোমরি আশায় তেয়াগিনু সব সুখ আর মোরে রাকিও না দূরে।
তুমি যেন ছেড়ো না মোরে ঘনশ্যাম মোরে বাঁধো তব চরণ-নূপুর॥
বিরহের বেদনা অন্তরে ঘনায় শান্তি দাও ব্যথা-বিধুরে।
তব চিত্তে মিলাও প্রভু চিত্ত এ মম
তব অঙ্গে মিলাও মোর অঙ্গ প্রিয়তম
জনম জনম মীরা তোমারি দাসী হৃদি-বৃন্দাবনে নিতি ঝুরে।
শত গীতে শত সুরে॥