তোমারি চরণে শরণ যাচি হে নারায়ণ। জানি নাথ তব করুণায় হবে সব শাপ বিমোচন॥ রূপ শিখা শিখা মোর ধুলির ধরায় দিনে দিনে নাথ ম্লান হয়ে যায় শুনিয়াছি তব নামে হয় সব পাপ-তাপ নিবারণ। নারায়ণ, নারায়ণ॥