তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন।
ঢাকতে নারে ও রূপ, কোটি চন্দ্র তপন॥
মাখিয়ে আলো আমার চোখে
লুকিয়ে রাখিস তোর কালোকে,
তোর অতল কালো রূপে মাগো বিশ্ব নিমগন॥
আঁধার নিশীথ সে যেন তোর কালো রূপের ধ্যান
তোর গহন কালোয় গাহন ক’রে জুড়ায় ধার প্রাণ।
হেরি তোর কালো রূপ স্নিগ্ধ-করা
শ্যামা হ’ল বসুন্ধরা,
নিবল কোটি সূয, তোরে খুঁজে অনুক্ষণ॥