তোর জননীরে কাঁদাতে কি মেয়ে হয়ে এসেছিলি।
তুই কোন শিবলোক করলি আলো, উমা মাকে শুধু দুঃখ দিলি॥
তোর সেই খেলনা আচে পড়ে, তুই শুধু নেই খেলা ঘরে,
তোর সেই খেলনা বুকে ধরে কাঁদব কত নিরিবিলি॥
শুনেছি মা, পূজায় যযাহার মেয়ে নাহি ফেরে ঘরে
তুই নাকি তার শূন্য বুকে আসিস মেয়ের মূর্তি ধরে।
মা কোথায় আছিস সে কোন রূপে
সেই রূপে আয় চুপে চুপে,
কোন মাকে তোর শান্তি দিয়ে, আপন মাকে কাঁদাইলি॥