তোর মেয়ে যদি থাকতো উমা, বুঝতিস তোর মায়ের ব্যথা।
যেমন বাবা তেমনি মেয়ে, এতটুকু নাই মমতা॥
ওমা কেউ আছে কি ত্রি-সংসারে
এই চাঁদমুখ ভুলতে পারে
মোর ঘর-বিবাগী জামাই গাহেন পঞ্চমুখে তোরই কথা॥
ওমা দিন গুনে আর পথ চেয়ে মোর যে অনলে পরান জ্বলে –
তুই যদি তা জানতিস উমা, তোর পাষাণ হিয়াও যেত গ’লে।
তোর আগমনীর বাঁশি বাজে,
নিশিদিন মোর বুকের মাঝে
আমি কেঁদে কেঁদে শুধাই সবে – আসবি কবে – সেই বারতা॥