তোরা মা বলে ডাক তোরা প্রাণ ভরে ডাক মা বলে রে রইবে না আর দুঃখ শোক। আমার মুক্ত কেশী মায়ের নামে মুক্তি লভে সর্বলোক॥ নাম জপে যে বরাভয়ার ত্রিভুবনে ভয় কি রে তার। সে অন্তবিহীন অন্ধকারে দেখতে পায় আশার আলোক॥