দিন গেল কই দীনের বন্ধু

দিন গেল কই দীনের বন্ধু

দিন গেল, কই দীনের বন্ধু, এলে না ত দিন শেষে!
(মোর) নয়নে রবে কি, হে কৃষ্ণ, চির-কৃষ্ণা তিথির বেশে॥
মোর নয়নের আলো নিভায়েছ প্রিয়তম
কৃষ্ণচন্দ্র হইয়াছে তাই আকাশের চাঁদ মম,
সে কৃষ্ণচাঁদ হৃদয়-গগনে উঠিবে কখন হেসে॥