ধ্যান ধরি কিসে হে গুরু তুমি যোগ শিখাইতে এলে। কানন-পথে শ্যাম যে প্রেম-বাণী মধুকর-করে পাঠালে; হে গুরু, কি যোগ আমি শিখিব তা ফেলে। তুমি যোগ শিখাইতে এলে॥