বরষ গেল আশ্বিন এলো

  • তাল : -

বরষ গেল আশ্বিন এলো

বরষ গেল, আশ্বিন এলো, উমা এলো কই
শূন্য ঘরে কেমন করে পরায় বেঁধে রই॥
ও গিরিরাজ! সবার মেয়ে
মায়ের কোলে এলো ধেয়ে,
আমারই ঘর রইল আঁধার, আমি কি মা নই?
নাই শাশুড়ি ননদ উমার, আদর করার নাই (কেহ)
মা অনাদরে কালী সেজে বেড়ায় নাকি তাই।
মোর গৌরী বড় অভিমানী,
সে বুঝবে না মার প্রাণ-পোড়ানী;
আনতে তারে সাধতে হবে তার যে স্বভাব ঐ॥