রতি : বিশ্বে কামনার আগুন লাগাব। মদন ভস্ম ছড়াব মনে মনে; মৃত মদনে প্রতি ভবনে জাগাব॥ বসন্ত : সিদ্ধ যোগীর ধ্যানে আমি হব প্রতিকূল; ফোটাব তপোবনে বাসনা মুকুল। উভয়ে : সন্ন্যাসীরে মোরা করিব ভোগী লোভ, মোহ, মদে নিখিল রাঙাব॥