বুঝি চাঁদের আর্শিতে

  • তাল : -

বুঝি চাঁদের আর্শিতে

বুঝি চাঁদের আর্শিতে মুখ দেখেছে কালো মেয়ে কালিকা।
তারার নূপুর তাই ছড়িয়ে ফেলেছে নীল আকাশে বালিকা॥
অভিমানে তাই বাঁধে না কেশ
ধরেছে সে সংহারিণী বেশ,
চণ্ডী হয়ে মুণ্ডমালা পরেছে ফেলে ফুলের মালিকা॥
যত বলি তুই কালো নস গোরী গো মুখ মেখেছিস কাজলে
উমা ততই শ্যামা হয়ে ঢাকে মুখ কৃষ্ণা তিথির আঁচলে।
মোরা বুঝি তেমনি দেখি মায়া
আলোর দেহে মিথ্যা কালোর ছায়া
তোর এ কালোর খেলা এবার ভোলা মা বিশ্বভুবন-পালিকা॥