ব্রজবাসী মোরা এসেছি মথুরা, দ্বার ছেড়ে দাও দ্বারী।
মথুরার রাজা হ’য়েছে মোদের কানাই গোঠ বিহারী॥
রাজ-দণ্ড কেমন মানায় শোভিত যে হাতে বাঁশি
মুকুট মাথায় কেমন দেখায় শিরে শিখী-পাখা ধারী॥
শ্যামলী ধেনুর দুগ্ধের ক্ষীর এনেছে কানুর লাগিয়া
পাঠায়েছে তারে মথিয়া নবনী, যশোদা-নিশীথ জাগিয়া,
বনমালী লাগি নব-নীপ-মালা আনিয়াছি হের গাঁথিয়া,
কুড়ায়ে এনেছি ফেলে এসেছিল যে বাঁশরি বনচারী॥
ব্রজের দুলাল রাখাল ব’সেছে রাজার আসন পরে,
সারা গোকুলের এনেছি আশিস তাইরে তাহার তরে।
পাঠায়েছে গোপী-চন্দন তাই রাই অনুরাগ ভরে
(পাঠায়েছে রাই অনুরাগ ভরা গোপী চন্দন,
পাঠায়েছে রাই হরির লাগিয়া হরি চন্দন।)
নয়ন-যমুনা ছানিয়া এনেছি আকুল অশ্রুবারি॥