বঁধু তব প্রেম অনুরাগে
আমারই কাছে গো, মোর তনুমন কেন সুন্দর লাগে॥
বঁধু জ্বালাইলে কোন্ আলো
আজ তোমারই মতো আমারেও লাগে ভালো।
মোর সঙ্গে অঙ্গে যেন অনঙ্গ-মঞ্জরি রূপ জাগে॥
বঁধু তুমি যবে রহ পাশে
রস-আবেশ-মাধুরীতে মন অবশ হইয়া আসে (গো),
লয়ে শত ফাল্গুন মধু
কিশোরী বয়স ফিরে এলো যেন বঁধু;
আজ সেদিকে তাকাই রেঙে ওঠে সেই দিক কুসুম ফাগে॥