রাধা : বাঁধিব তোমায় কুসুম বাঁধনে তমাল তলে।
কৃষ্ণ : নিদয়া প্রিয়া কি হবে কাঁদায়ে খেলার ছলে॥
রাধা : লুকায়ে বিজনে
কৃষ্ণ : তব লাগি
রাধা : কেন ফিরিছ বনমালী
কৃষ্ণ : তোমারি দরশ মাগি
রাধা : ছাড় ও চতুরালী রাঙা ফাগে রাঙাইব তোমায় রাধা সাজাইব
কৃষ্ণ : মিছে কেন কাঁদাবে
রাধা : জানিবে হিয়া কত জ্বলে।
কৃষ্ণ : লো অভিমানী এ মধু যামিনী কাটে যে করহ-ছলে বিফলে
রাধা : ভুলি কি গো হায় মিছে ছলে
উভয়ে : মোরা ভালোবেসেছি হেসেছি ভেসেছি আঁখি-জলে॥