বাঁশরি বাজে দূর বন মাঝে উদাস সুরে ঝুরে ঝুরে।
আয় আয় প্রেম-যমুনায় কূল ছেড়ে আয় আয় আয় আয় অকূলে॥
ত্যাজি’ সংসার দুঃখ জ্বালায়
জুড়াইতে আয় কৃষ্ণ-ছায়ায়
গোপ-গোপীর গোকুলে
কেউ হবি মাতা কেউ হবি পিতা
সখা হবি কেহ হবি কেহ মিতা
হবি কেহ প্রিয় প্রিয়া হবি কেহ নীপ তরুমূলে॥
কেহ দিবি চন্দন কেহ দিবি মালা
আনিবি কেহ পূজা-আরতির থালা
ব্রজধামে ভেদ নাই সকলের আছে ঠাঁই
ডাকে শোন্ শ্যামরায় আয় ওরে চ’লে আয় ঘর ভুলে॥