মদনমোহন শিশু নটবর শ্যামল সুন্দর যশোদা-দুলাল
নেচে নেচে চলে মঞ্জু চরণতলে বাজে সুমধুর মণি-মঞ্জির তাল॥
সেই সুন্দরেরই অনুরাগে
ধরণীতে উৎসব লাগে
সাগর-তরঙ্গে হিল্লোল জাগে সাথে তার মাতে নৃত্যে মহাকাল॥
কোটি গ্রহতারা ভানু আলোকিত ধেনু
আসে গগন-গোঠে শুনি তা’র বেণু,
নাচে দিবা-শ্বেত-রাজহংসী তিমির-কেকা নাচে শুনি তার বংশী,
পায়ে হয় বৃষ্টি অনন্ত সৃষ্টি শোভে নব জীবনে মৃত কঙ্কাল॥