মম জনম মরণের সাথী।
তোমারে না ভুলি যেন দিন রাতি॥
তোমারে না হেরি আঁধার ত্রিভুবন
নিভে যায় নয়নের বাতি,
বাতায়ন খুলিয়া চাহি পথ পানে
কাঁদি কুসুম-সেজ পাতি॥
তোমারি আশায় তেয়াগিনু সব সুখ
আর মোরে রাখিও না দূরে,
তুমি যেন ছেড় না মোরে ঘনশ্যাম
মোরে বাঁধো তব চরণ নূপুরে।
মীরার প্রভু তুমি পরম মনোহর
তব প্রেম-রসে রহি মাতি’
পলক না পড়ে হরি হরি যেন নিশিদিন
অপরূপ তব মুখ-পাতি॥