মা তোর চরণ-কমল ঘিরে চিত্ত ভ্রমর বেড়ায় ঘুরে’
(ওমা) সাধ মেটে না দেখে দেখে (যত) দেখি তত নয়ন ঝুরে॥
(ঐ) চরণ-চিহ্ন বক্ষে এঁকে
চরণ-পরাগ ধূলি মেখে,
গ্রহ তারায় লোকে লোকে (তার) নাম গেয়ে যাই সুরে সুরে॥
তোর চরণের ধূলি নিয়ে ললাটে মোর তিলক আঁকি।
ঐ চরণের পানে চেয়ে ধ্রুবতারা হল আঁখি।
তোর চরণের মৃদু যদি
পাই মা আমি নিরবধি
আমি, লক্ষ কোটি জনম নিয়ে বেড়াব ত্রিভুবন জুড়ে॥