মাগো কে তুই, কার নন্দিনী ভ্রমর ল’য়ে মা করিস্ খেলা।
তনুতে মা তোর সপ্তবর্ণ ইন্দ্রধনুর রঙের মেলা॥
একি অপরূপ চিত্র-কান্তি
স্নিগ্ধ নয়নে একি প্রশান্তি,
চিত্র-ভ্রমর মুঠো নিয়ে আকাশে ছড়াস্ সারাটি বেলা॥
ভূষিতা চিত্র-আভরণে তুই তেজোমণ্ডল-বিমণ্ডিতা।
কে তুই ত্রিলোক-হিতার্থিনী ভ্রমরীরূপা আনন্দিতা।
কোন সে অসুর বধিবার আশে
ভ্রমর ছাড়িস আকাশে বাতাসে
সব উৎপাতবিনাশিনী শিবে, দে মা আমারে চরণে-ভেলা॥