(মায়ের) অসীম রূপ সিন্ধুতে রে বিন্দুসম বেড়ায় ঘুরে।
কোটি চন্দ্র সূর্য তারা অনন্ত এই বিশ্ব জুড়ে॥
যোগীন্দ্র শিব পায়ের তলায়
ধ্যান করে রে সেই অসীমায়।
কোটি ব্রহ্ম মহিমা গায় প্রণব ওঙ্কারের সুরে॥
কোটি গ্রহের নিব্ল জ্যোতি মহাকালীর সীমা খুঁজে
সৃষ্টি প্রলয় বলয় হ’য়ে ঘোরে শ্যামার চতুর্ভুজে।
মায়ের একটি আঁখির চাওয়ায়
যুগ যুগান্ত হারিয়ে যায়,
মায়ের রূপের ঈষৎ আভাস পেয়ে সাগর দুলে, তিমির ঝুরে॥