নাটিকা : ‘বিষ্ণু প্রিয়া’
মুকুল-বয়সী কিশোরী সেজেছে ফুল্ল ফুল-মুকুলে।
শিরে কৃষ্ণচূড়ার মুকুট, গলে মালতীর মালা দুলে॥
যুঁথী ফুলের সিঁথি-মৌর, দোলন-চাঁপার দুল
কটিতটে চন্দ্রহার হলুদ-গাঁদার ফুল,
অশোক-কুঁড়ির রাখা নূপুর রাঙা চরণ-মূলে॥
কদম-ফুলের রত্ন-বাজু বকুল ফুলের চুড়ি,
হাতে শোভে কেয়ূর-কাঁকন কুন্দ-বেলের কুঁড়ি।
আস্বে কবে বনমালী ঘুমে ফুল-বালা পড়ে ঢুলে॥