মুরলীধ্বনি শুনি ব্রজনারী
যমুনা-তটে আসিল ছুটে
কুল মান যৌবন দিল চরণে ডারি॥
পবন গতিহীন রয়ে
যমুনা উজান বহে
বাঁশরি শুনি’ বিসরে গীত ময়ূর ময়ূরী শুক সারি॥
চকিত হয়ে ধেনুগণ তৃণ নাহি পরশে
গলিয়া পড়ে মেঘ সুর শুনি হরষে।
বেভুল আহিরিণী
চেয়ে থাকে উদাসিনী
বাঁশরি শুনি পাশরি গেল নিভে গাগরিতে বারি॥